আবার এলো ১৬ই ডিসেম্বর 

বাঙালির বিজয়ের মাস, 

পরে কি মনে সেই যুদ্ধের কথা- 

যে যুদ্ধ চলেছিল দীর্ঘ নয় মাস? 


এলো বসন্ত, গাছে নতুন পাতা 

হীমেল হাওয়ায় উড়ছে 

বিজয়ের পতাকা। 


এই বিজয় রক্তের দামে কেনা 

প্রাণের দামে কেনা 

যার মূল্য হিসেবহীন, 

আজ আমরা বিজয়ী 

বিজয় ছিনিয়ে এনেছি 

আজ আমরা স্বাধীন। 


আমরা বাঙালি নামে ছিলাম 

আর ছিলাম পরাধীন, 

দীর্ঘ নয়মাস যুদ্ধ হলো 

কতো নারী হলো বীরাঙ্গনা সম্ভ্রমহীন। 


এই বিজয় পেতে যুদ্ধ করেছি 

ছেড়েছি ঘর, আর কত আপন 

তবু হাল ছাড়িনি আমরা বাঙালি 

যুদ্ধ চালিয়েছি প্রতিক্ষণ। 



আফরিনা সুলতানা ঈশিতা 

শিক্ষার্থী, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ, ঢাকা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024