|
Date: 2024-12-16 08:24:12 |
টাঙ্গাইলের মধুপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ১ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ দিবসটির কার্যক্রম শুরু হয়।
সকাল ৯ ঘটিকায় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন ও দোয়া করে এসে উপজেলা চত্ত্বরে আয়োজিত বিজয় মেলা উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে মেলাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসনে। এ সময় তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ।
পরে উপজেলা হল রুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে মুক্তি যুদ্ধের স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ তালুকদার, মধুপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাইদুল হাসান শুভ, মধুপুর থানার অফিসার ইনচাজর্ (ওসি) এমরানুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া। পরে মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার হিসেবে নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ ছাড়াও পৃথক পৃথক ভাবে বিজয় দিবস উদযাপন করেছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী ও স্বপন ফকির গ্রুপ, জামাযাতী ইসলামি মধুপুর শাখা, গণ অধিকার পরিষদ মধুপুর শাখা, মধুপুর প্রেসক্লাব, রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
© Deshchitro 2024