|
Date: 2022-11-26 18:24:08 |
টানা দুই ম্যাচে জয় নিয়ে ফ্রান্স দ্বিতীয় রাউন্ডে উঠে এলো। চলতি বিশ্বকাপে সবার আগে এই কৃতিত্বের মালিক হলো বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্স ২-১ গোলে হারালো ডেনমার্ককে। জয়ের নায়ক কিলিয়েন এমবাপ্পে। কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি তিন গোলের মালিক এখন ফ্রান্সের এই ফরোয়ার্ড।
দুই ম্যাচে এক হার এবং এক জয় নিয়ে ডেনমার্কের পয়েন্ট ১। দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে জিততে হবে ডেনমার্ককে।
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ফ্রান্স একটা গোল হজম করেছে। ম্যাচের ৬১ মিনিটে এমবাপ্পের গোলে ম্যাচে লিড নেয় ফ্রান্স। কিন্তু গোলের সেই সুখ বেশি সময় ধরে উপভোগ করতে পারেনি তারা। ৬৮ মিনিটের সময় ক্রিসটেনশান কর্নার থেকে উড়ে আসা বলে গোল করে ম্যাচে সমতা আনেন। গোল হজম করার পর ফ্রান্স আক্রমণের বন্যা বইয়ে দেয়। গ্রিজম্যান, জিরুদ ও এমবাপ্পে- এই তিনজনে মিলে ডেনমার্কের ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে রাখেন। যেভাবে আক্রমণ হচ্ছিলো তাতে গোল হওয়াটা ছিলো সময়ের ব্যাপার। সেটাই করে দেখালেন এমবাপ্পে। ম্যাচের ৮৬ মিনিটের সময় ক্রসে ভেসে আসা বল ধরতে বিদ্যুৎগতিতে ডি বক্সে চলে আসেন এমবাপ্পে। গতিতে সঙ্গে থাকা মার্কারকে পেছনে ফেলেন তিনি। তবে বল একটু উপরের দিকে থাকায় উরু দিয়ে বল গোলপোস্টে ঠেলে দেন। এই গোলেই ফ্রান্স চলে গেল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে।
বয়স এখনো ২৪ হয়নি এমবাপ্পের। কিন্তু বিশ্বকাপে তার গোলের সংখ্যা ৭। তার আগে এই কৃতিত্ব দেখিয়েছিলেন একজনই- ব্রাজিলের পেলে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত এমবাপ্পের গোল ৩টি। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে এই ফরোয়ার্ড করেছিলেন ৪ গোল।
© Deshchitro 2024