রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন রাজবাড়ীর গোয়ালন্দে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ হতে শহীদদের স্মরণে সকাল ৯ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল‍্য প্রদান করা হয় । পরে উপজেলা কোর্ট চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে সকাল ১১ টায় জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও উন্নতমানের খাবার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উপজেলা মাঠ চত্বরে বিজয় মেলা ও বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে সংগীত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপস্হিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা প্রমুখ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024