|
Date: 2024-12-17 09:45:10 |
মহান বিজয় দিবস উপলক্ষে ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ এর আয়োজনে মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ, ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয়, দোয়া আয়োজন ও ইসলামী সংগীতের আয়োজন করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া খেজুর তলা ঈদগাহ মাঠে ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় শতাধিক রোগিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সন্ধ্যায় দোয়ার মাহফিলে ও ইসলামি সংগীত পরিবেশনের আয়োজন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী পরান চৌধুরী নিজস্ব পৃষ্ঠপোষকতা বেশ কয়েক বছর ধরে সামাজিক ও প্রান্তিক মানুষ ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন সেবা প্রদান অব্যহত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, শামসুল আলম জনি, আলাউদ্দিন চৌধুরী কাজল, মোঃ সোহাগ ও সামাজিক ব্যাক্তিবর্গ।
© Deshchitro 2024