মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন-জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো: আমিনুল ইসলাম।


যুব সমাবেশে সভাপত্বি করেন উপজেলা যুব কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মো: আলিম উদ্দিন। 


যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: সাহেদুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- যুব কল্যাণ পরিষদের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়ছল আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং অফিস সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক এম এ মোহাইমিন, প্রবাসী সাংবাদিক নুরুল ওয়াহিদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো: লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদীন প্রমুখ।


সমাবেশে মাওলানা আবু জাফর বেলাল, জমির হোসেন, আব্দুল আহাদসহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সমাবেশ শেষে বড়লেখা উপজেলা যুব কল্যাণ পরিষদের ২০২৫-২৬ সেশনের জন্য মুহাম্মদ কামাল উদ্দিনকে বড়লেখা উপজেলা যুব কল্যাণ পরিষদের কার্যকরি কমিটির সভাপতি ও জুবায়ের আহমদ শিমুলকে সেক্রেটারি করে ৩৩ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে ৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি এবং পৌরসভা ও ইউনিয়নের আহ্বায়ক এবং সদস্য সচিব নির্বাচিত করা হয়। পরে বড়লেখা পৌর শহরে যুব কল্যাণ পরিষদের নতুন কমিটির সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024