◾ মো. জামিন মিয়া


ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সন্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হলের পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করা হয়। 


নবগঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের কর্মী এইচ এম ফেরদাউস খান । ফেরদাউস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সেশনে ভর্তি হন। তার বাড়ি রাজশাহী বিভাগের বগুড়ার কাহালু উপজেলায়। তিনি প্রথম বর্ষ থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত আছেন। বর্তমানে তিনি হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবর রহমানের সাথে রাজনীতিতে করছেন।



ছবি: ছাত্রলীগের কর্মী এইচ এম ফেরদাউস খান 


এইচ এম ফেরদাউস খান বর্তমানে বগুড়া কাহালু উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়া তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ পরিবারেরও সহ-সভাপতি। 


তাঁর এই রাজনৈতিক পথচলার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে এইচ এম ফেরদাউস খান বলেন, বঙ্গবন্ধুর সোনাবাংলা গড়তে কাজ করে যেতে চাই। আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করার সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাব।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024