|
Date: 2024-12-19 07:52:00 |
“যুব সমাজের মাঝে বেশি বেশি প্রচারণা বাড়াতে হবে, যাতে অভিবাসনে অনিয়মিত উপায় না গ্রহণ করে””
"প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মাদারীপুরের শিবচর উপজেলায় পালিত হলো 'জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪'। শিবচর উপজেলা প্রশাসন, মাদারীপুরের আয়োজনে এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার জনাব পারভীন খানম। বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবচর উপজেলা নির্বাহী অফিসার জনাব পারভীন খানম বলেন, ‘নিরাপদ অভিবাসন নিশ্চিতে সরকার এরই মধ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। প্রবাসীর অধিকার নিশ্চিত করনে তিনি সেবা প্রদানকারী বিভিন্ন অধিদপ্তর এবং ব্যাংক কর্মকর্তাদের প্রবাসীদের পাশে দাড়ানোর আহবান জানান। যুব সমাজের মাঝে বেশী বেশী প্রচারণার তাগিদ জানিয়ে তিনি বলেন তারা যেন অভিবাসনে অবৈধ পন্থা গ্রহন না করেন সেইসঙ্গে তিনি ব্র্যাক কে আহবান জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ অভিবাসন প্রচার যেন বেশী করে করা হয়।’ প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দেশব্যাপী অভিবাসীদের উন্নয়নে যে কার্যক্রম পরিচালনা করছে তারও প্রশংসা করেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার জনাব পারভীন খানম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা , সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা , নারী ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা , উপজেলা শিক্ষা অফিসার, প্রবাস কল্যান ব্যাংক কর্মকর্তা, প্রবাস ফেরত নারী ও পুরুষ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকবৃন্দ সহ আরো অনেকে।
সকাল ১১টায় শিবচর উপজেলা অফিস প্রাঙ্গণে 'জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪' উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর উপজেলা প্রশাসন কার্যালয়ের মিলনায়তন কক্ষে একটি আলোচনা সভার শেষে একটি র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হাসান আল মামুন, প্রোগ্রাম অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগাম, শিবচর উপজেলা। তিনি তার বক্তব্যে বলেন, ‘ প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার স্লোগানের অংশ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন প্রবাসীর অধিকার নিশ্চিত করন এবং তাদের পুনরেকত্রীকরণে ব্র্যাক সর্বদাই কাজ করে যাচ্ছে।’প্রবাসীদের বিভিন্ন সেবা প্রদান করার পাশাপাশি তিনি ব্র্যাকের বিভিন্ন সেবা মূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। প্রোগ্রাম অর্গানাইজার হাসান আল মামুন বলেন, ‘১৯৭২ সাল থেকে শুরু করে আজ অবধি দেশের উন্নয়নে ব্র্যাক তার নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কাজে সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য উপজেলা প্রশাসন শিবচর এবং অন্যান্য অধিদপ্তর কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
© Deshchitro 2024