কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেলের ভয়ঙ্কর বিকট শব্দ শোনা গেছে।


বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ শব্দ শোনা যায়। টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দারা জানান, মধ্যরাতে হঠাৎ মর্টার শেলের ভয়ঙ্কর ও বিকট শব্দ শুনে অনেকের ঘুম ভেঙে যায় এবং শিশুরা ভয়ে কান্নাকাটি করতে থাকে।


শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুর রহমান ইবনে আমিন বলেন, ‘ঘরে ঘুমাচ্ছিলাম, এ সময় রাখাইনের দিক থেকে একটি বিকট শব্দ হয়। এতে আমাদের বাড়িঘর কেঁপে উঠেছে। এটি সম্ভবত মর্টার শেল হতে পারে। আমরা অতীতে কোনো সময় এ ধরনের শব্দ শুনিনি।’


দ্বীপের বাসিন্দা মোহাম্মদ জামাল বলেন, ‘রাখাইন রাজ্যে মর্টারের একটি বিকট শব্দ শোনা গেছে। এ ছাড়া আট-দশটি গুলি ও মর্টারের শব্দও শোনা যায়। রাত ২টার দিকে প্রথম যে মর্টারটি ছোড়া হয়েছে, মনে হয়েছে যেন আমাদের বাড়িতে পড়বে। আমরা খুব ভয় পেয়েছিলাম, বিশেষ করে ছোট বাচ্চারা।’


নাফ নদের তীরবর্তী শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা আবু সাঈদ বলেন, ‘বোমা কি মর্টার তা নিশ্চিত নয়। তবে খুব বিকট শব্দ হয়েছে যা আগে আমরা কখনো শুনিনি। রাখাইনে বোমা ও মর্টারের বিকট শব্দের কারণে শিশুরা এখন ভয়ে আতঙ্কিত হয়েছে।’

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024