|
Date: 2024-12-19 12:35:44 |
কাঁদার হাঁড়ি, পাতার থালা
ধূলো-বালির ভাত,
খেলনা সংসার শেষ হতো
ধূলো মাখা হাত।
বয়সে বয়সে সব ভুলেছি
কৈশোরের ঐ গান,
জীবন এখন থমকে যাচ্ছে
অতীতের প্রতি টান
কলাগাছের নাও ভাসাইতাম
হাঁটু সমান জলে
কৈশোর আমার কেটে গেছে
বড় হবার ছলে।
দুপুর কাটতো নদীতে মোর
বিকেল যেতো খালে
পুঁটি,কইয়ের পোনা ধরেছি
দেড় হাতের এক জালে।
মাগরিব আমার কেটে যেত
রাস্তা নয়তো বিলে
মায়ের ভয়ে ছুটে আসতাম;
ছাও নিয়ে যায় চিলে।
ভয়ে ভয়ে এশা হতো
দড়জার সামনে মা
"এবার মাগো ঘরে তোলো,
আর হবে না।"
স্কুল আমার জেলের মত
অ আ কঠিন ভারী
আজকে না মা কালকে যাব;
করতাম কত আড়ি।
আড়ি আমার হেরে যেত
জিতে যেত ঝাড়ি
সব ভুলে রোজ শুরু করতাম
স্কুল পথে পাড়ি।
© Deshchitro 2024