সাতক্ষীরায় জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান। শুক্রবার (১২ আগষ্ট) সাতক্ষীরা পুলিশ লাইনে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,  দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইম এর সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআইয়ের পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, ভোরের পাতা গ্রুপের সিইও মোহাম্মদ আবেদ সাইদুল্লাহ, সিওও আব্দুল্লাহ ওমর নাসিফ, কাজী জারজিস বিন এরতাজা, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খান বাবু, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগ নেতা তুহিন প্রমুখ।
পরে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024