নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার তালতলা বেইলি ব্রিজ এলাকায় পুলিশ বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কচাকাটা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন মো. শহিদুল ইসলাম (৩০), পিতা মো. আবদুর রহমান, গ্রাম গোলেরহাট এবং মো. শামসুল আলম (৩৫), পিতা মো. আনাস উদ্দিন, গ্রাম ইসলামপুর। কচাকাটা থানা পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।

বিশেষভাবে উল্লেখযোগ্য, গ্রেফতার হওয়া শামসুল আলম প্রভাবশালী বিএনপি নেতা মো. আনিছুর রহমান (তোলা ব্যাপারী)-এর ঘনিষ্ঠ আত্মীয়।

এ বিষয়ে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে।

মাদক নির্মূলে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ওসি জানান। স্থানীয়রা পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024