শুক্রবার বিকালে সিরাজগঞ্জের রহমতগঞ্জ  সুতাকল মাঠে জেলা ক্রীড়া সংস্থার সাবেক কৃতি খেলেয়াড় ও  রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রশিদ " বাবলা স্মৃতি ফুটবল লীগ ২০২৪ " শুরু হয়েছে। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাবলা স্মৃতি ফুটবল লীগের উদ্বোধন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক  সাধারণ সম্পাদক  মোঃ হারুন অর রশিদ খান হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রহমতগঞ্জ পঞ্চায়েত কমিটির সভাপতি রাশেদুল ইসলাম  কোরাইশি হাবিব,উপদেষ্টা শামছুল আলম তালুকদার, মোঃ জুলফিকার তালুকদার, ভিপি সালাউদ্দিন, প্রাক্তন ফুটবল খেলোয়াড় মাহফুজুর রহমান তালুকদার, আবদুল কাইয়ুম খান,এসকে বুলবুল,মাহবুব আলম খোকন, মোহাম্মদ আলী জিন্নাহ, নাজমুল ইসলাম কানন,সুমন তালুকদার, ক্রীড়া সংগঠক ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রাকিব, ক্রীড়া সংগঠক রফিক হাসান কবির, মোস্তাফিজুর রহমান,টিএম ইয়াজদানী নয়ন, মাজহারুল ইসলাম,প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম দেশ চিত্র জেলা প্রতিনিধি রাকিব প্রমুখ।

বাবলা স্মৃতি ফুটবল লীগে ৬ টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে জুপিটার একাদশ, নেপচুন একাদশ,গ্রীণ আর্থ একাদশ, ব্লু স্টার একাদশ, হোয়াইট ষ্টোন একাদশ ও ব্লাক ডায়মন্ড একাদশ।

রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে এই লীগের উদ্বোধনী খেলায় অংশ নেয় জুপিটার একাদশ বনাম ব্লাক ডায়মন্ড একাদশ। খেলাটি গোলশূন্য ড্র হয়। ম্যান অব  ম্যাচ হয়েছে ব্লাক ডায়মন্ডের গোল কিপার নির্ঝর।

খেলা পরিচালনা করেন রেফারি  হাফিজুর রহমান।

সহকারী রেফারি জাকারিয়া ও আল আমিন।ধারা বর্ণনায়  আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধনী খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024