একলা চলো রে'-সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখায় পথশিশুদের মাঝে শীতবস্ত্র ও মেম্বারদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

'একলা চলো রে' একটি সামাজিক সংগঠন। এটি পথশিশুদের শিক্ষা ও বস্ত্র নিয়ে কাজ করে থাকে । গত ২০১৮ সালে সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যাত্রা শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব(ভারপ্রাপ্ত) করেন জনাব তানভিন কায়েস। বিতরণ কর্মসূচির ডোনেশন করে "আল ওয়াকিল ফাউন্ডেশন"।


উক্ত শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মো: স্বাধীন চৌধুরী, প্রতিষ্ঠাতা মেম্বার(চবি শাখা) মো:মাসুম বিল্লাহ, মো: মোয়াজ্জেম হোসেন মাসুম ও চলমান কমিটির সদস্যবৃন্দ। বরাবরের মতো এবারো বিভিন আয়োজনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়। "একলা চলো রে"-চবি শাখার মেম্বারদের মাঝে সার্টিফিকেট তুলে দেয় সংগঠনটির প্রতিষ্ঠাতা মো: স্বাধীন চৌধুরী। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024