|
Date: 2024-12-21 12:30:02 |
টাঙ্গাইলের মধুপুরে ভয়াবহ মোটরসাইকেল দূর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
২১ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার সংলগ্ন স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন আশ্রা গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী বাবা মজিবুর রহমান(৫৮) এবং তার বড় ছেলে জাহিদ(২৭)।
প্রত্যক্ষদর্শী মো. রুবেল মিয়া জানান, বাবা ও ছেলে দুজনে মিলে আশ্রা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আশ্রা বাজারের পশ্চিম পাশে পৌছলে একটি অটোরিক্সাকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয় ।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, দূর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়েছি, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
© Deshchitro 2024