|
Date: 2024-12-21 15:36:45 |
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামের মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙে ৩লক্ষ ৩০ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। ২১ ডিসেম্বর শুক্রবার রাতে নুন্দহ ফাজিল মাদ্রাসায় এ চুরির ঘটনাটি ঘটে। চুরির ঘটনায় নুন্দহ ফাজিল মাদ্রাসা সুপার মোস্তাফিজুর রহমান থানা পুলিশকে অবহিত করলে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় সুত্রে জানা যায়, গত শুক্রবার রাতের কোন এক সময়ে মাদ্রাসা অফিস কক্ষের তালা ভেঙে ১টি ডেস্কটপ পিসি, ৩টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর, ১টি ব্যাটারি, ১টি কলিং বেল, ৭টি তাওয়ালে, ২টি সোফার ফর্ম ও মাদ্রাসা একাউন্টের ব্যবহৃত ১টি চেক বই নিয়ে যায় চোরেরা। যার আনুমানিক মূল্য ৩লক্ষ ৩০ হাজার টাকা। এবিষয়ে মাদ্রাসা সুপার মোস্তাফিজুর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি চুরির ঘটনা এড়িয়ে যান এবং কথা না বলেই ফোন কেটে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন , চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© Deshchitro 2024