|
Date: 2024-12-22 13:05:06 |
শীতের তীব্র কষ্ট লাঘবে কুড়িগ্রামের নাগেশ্বরীতে সিটি ইউনিভার্সিটির উদ্যোগে ৪০০ দরিদ্র পরিবারের মধ্যে কম্বল ও চাদর বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। "সোস্যাল ওয়েলফার ক্লাব, সিটি ইউনিভার্সিটি বাংলাদেশ"-এর আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতায় এই মহৎ উদ্যোগ বাস্তবায়িত হয়। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট লাঘব এবং তাঁদের জীবনে উষ্ণতা ছড়িয়ে দেওয়া ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান, সহকারী অধ্যাপক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। তিনি বলেন, "আমরা চাই শীতার্ত মানুষদের কষ্ট লাঘব করে তাঁদের জীবনে একটু উষ্ণতা যোগাতে। এই উদ্যোগ আমাদের মানবিক দায়িত্বের অংশ।" কর্মসূচিতে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তাঁরা নিজেদের শ্রম ও সময় দিয়ে শীতবস্ত্র বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উদ্যোগটিতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা ছিল অনন্য। খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান হাবিবী, গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম মামুন এবং সেভ লাইফ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা লিখন একত্রিত প্রচেষ্টায় এই কর্মসূচিকে সফল করেন। তাঁদের নিরলস পরিশ্রম ও সহমর্মিতার ফলস্বরূপ ৪০০ দরিদ্র পরিবার তাৎক্ষণিক স্বস্তি ও উষ্ণতা অনুভব করে।
এই উদ্যোগ মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের জীবনমান উন্নয়নে কাজ করবে। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের কষ্ট লাঘব করাই এই প্রচেষ্টার মূল লক্ষ্য।
© Deshchitro 2024