ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা রাখে ঢাকা কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হলেও ঢাকা কলেজ ১৮৪১ সালে উপমহাদেশের অন্যতম প্রাচীন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক রুপ দান করে ঢাকা কলেজ। ঢাকা কলেজ একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।


বর্তমানে ঢাকা কলেজসহ ৭ কলেজের অনার্স-মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীরা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পায়, ঠিক তেমনিভাবে একসময় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পেতো ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর কেউই ঢাকা কলেজ বাদ দিয়ে সেখানে ভর্তি হতে চাইতোনা। কারণ, ঢাকা কলেজ তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় সবাই ঢাকা কলেজে ভর্তি হতে চাইতো। এইসময়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করে ঢাকা কলেজ। সবাই যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সেজন্য অনার্স-মাস্টার্স বন্ধ করে দেয় ঢাকা কলেজ। এছাড়াও ঢাকা কলেজের স্বনামধন্য সকল শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দিয়ে দেওয়া হয়।


আজকের কার্জন হল একসময় ঢাকা কলেজের লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হতো। কার্জন হল, শহীদুল্লাহ হলসহ ঢাকা কলেজের চেয়ার-ব্রেঞ্চ নিয়ে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।এভাবেই,ঢাকা বিশ্ববিদ্যালয় নামক স্বতন্ত্র শিক্ষা-প্রতিষ্ঠানের জন্ম হয় ঢাকা কলেজের মাধ্যমে।


লেখক: মোঃমাহিন ভূঁইয়া সমাজবিজ্ঞান,ঢাকা কলেজ। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024