নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরনপুর বাজারের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার দিবাগত রাতে হিরনপুর রেল স্টেশন এলাকার আবদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। আবদুর রহমান ও স্থানীয়রা জানান, ভোর রাতে গ্রিল কেটে ঘরে ঢুকে চার থেকে পাঁচজন ডাকাত। তারা অস্ত্রের মুখে বাড়ির সবার হাত-পা বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার এবং নগদ ১৯ লাখ টাকা নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024