
লাখাইয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন - প্রেক্ষিত লাখাই শীর্ষক আলোচনা সভা।
লাখাইয়ে পিছিয়ে পড়া ( অনগ্রসর) জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন- প্রেক্ষিতে লাখাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩) ডিসেম্বর) বিকেলে উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়ন এর বেগুনাই গ্রামের রবিদাস পাড়ায় এডভোকেসী নেটওয়ার্ক কমিটি ( এএনসি) সার্বিক সহযোগিতা ও আয়োজনে আয়োজিত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান।
এডভোকেসী নেটওয়ার্ক কমিটি( এএনসি) লাখাইয়ের চেয়ারপার্সন মোহাম্মদ বাহার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ সোয়াব মিয়া।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা নিয়ে আলোচনায় অংশ নেন সমাজসেবা কার্যালয়ের পরিদর্শক শাহীন উদ্দিন আহমেদ,
রবিদাস পাড়ার কমিনিটি লিডার শুক্কুর রবিদাস, খোকন রবিদাস, জ্যোৎস্না রবিদাস,মনিকা রবিদাস প্রমূখ।
সভায় রবিদাস সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, বয়স্ক ও বিধবা ভাতা,রবিদাস সম্প্রদায়ের আবাসন সমস্যা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন বক্তগন।
সভায় প্রধান অতিথি সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান রবিদাস সম্প্রদায়ের বিরাজমান সমস্যা নিরসনে সম্ভব সবকিছু করার আশাবাদ ব্যক্ত করেন।
এতে বেগুনাই গ্রামের রবিদাস পাড়ার ১৭ টি পরিবারের পুরুষ মহিলা ও ছেলেমেয়েরা অংশ নেন।