|
Date: 2024-12-23 16:02:21 |
সাতক্ষীরা কলারোয়ায় আওয়ামীলীগের নেতা-কমীদের হামলায় বিএনপি’র অফিস ভাংচুর ও বিএনপিপন্থী ১০ নেতা-কর্মীকে আহত করার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হরা হয়েছে। ২২ ডিসেম্বর রোববার রাতে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী চারাবাড়ি গ্রামের আহত বিএনপি কর্মীর ভাই আবির হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় ওই মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তারিখ-২২/১২/২০২৪ ইং।
মামলার আসামীরা হলেন- উপজেলার কেঁড়াগাছি চারাবাড়ি গ্রামের জনাব আলী বিশ্বাসের ছেলে আজহারুল বিশ্বাস (৪৫), মুনতাজ আলী বিশ্বাসের ছেলে কামরুল বিশ্বাস (৩৫), মৃত শহর আলী বিশ্বাসের ছেলে ইউনিয়ন আ’লীগের সহসভাপতি মুনছুর আলী বিশ্বাস (৬৫), মৃত আশরাফ আলীর ছেলে জাহাঙ্গীর মন্ডল ওরফে তারিক ((৫৫), মোঃ ঈকাসেম মন্ডলের ছেলে জুফিকার আলী (৪৭), জনাব আলী বিশ্বাসের ছেলে আশরাফুল বিশ্বাস (৫০), মৃত অছির গাজির ছেলে মহিদুল ইসলাম গাজি সাবেক ইউপি সদস্য (৫০), মৃত রমজান বিশ্বাসের ছেলে জনাব আলী (৬৮), মৃত নুর ইসলামের চেলে নশিদ সরদার (৫৬), জোহর আলী বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৪২), আশরাফ আলীর চেলে আলফা মন্ডল (৪২), শফিকুল গাঝির ছেলে আলিউজ্জামান(৪৮),মৃত আফছার মোড়লের ছেলে মোশাররফ মন্ডল (৬৫)সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কে এম নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ, কেঁড়াগছি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কৃষক দলের কমিটির গঠন শেষে স্থানীয় আওয়ামীলীগ সমর্থকরা শনিবারে বিএনপি কর্মীদের হুমকি প্রদর্শন করে এবং মারপিট করে। এ ঘটনায় ওই দিন রাতে থানায় বিএনপির পক্ষ থেকে একটি জিডি করা হয়। এরই জের ধরে রবিবার সকালে আবারো আওয়ামীপন্থীরা স্থানীয় বিএনপি অফিসে ভাংচুর করে এবং বিএনপি দলীয় ১০ নেতা-কর্মীকে মারপিট করে আহত করে। আহতরা কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
© Deshchitro 2024