|
Date: 2024-12-23 16:10:03 |
সাতক্ষীরায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অনুদান চেক বিতারণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদান চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান মোঃ আব্দুর রব ওয়ার্ছী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার এ কে এম আব্দুর রাজ্জাক’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোজাম্মেল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার, সদস্য শেখ আব্দুল আজিজ, কাজী আরিফুর রহিম, আবুল কাশেম, নাজিরা বেগম, মোস্তাফিজুর রহমান, শাহজাহান আলী, শহিদুল ইসলামসহ আরো অনেকে।
এ সময় ৭ জনকে শিক্ষাবৃত্তি অনুদান ৭৩ হাজার টাকা, ১৬ জনকে এককালীন অনুদান ১ লক্ষ ২৬ হাজার টাকা, ২৩ জনকে সাধারণ চিকিৎসা, কন্যার বিবাহ ও প্রাকৃতিক দুর্যোগ অনুদান ১ লক্ষ ৭৪ হাজার টাকা এবং ৩ জনকে জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান ৫৭ হাজার টাকাসহ সর্বমোট ৪৯ জনকে ৪ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
© Deshchitro 2024