বগুড়ার আদমদীঘিতে মহাসড়কের পাশে একটি বাসার মেইন গেটের তালা ভেঙে শফি মাহমুদ তালুকদার উজ্জল নামের ভাড়া টিয়া ঔষধ ব্যবসায়ীর ইয়ামাহা ফেজার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা পরিষদের সামনে বাসায় এই চুরির ঘটনা ঘটে। ঔষধ ব্যবসায়ী আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামের আব্দুল লতিফ তালুকদারের ছেলে। সে সাত বছর যাবত উপজেলার সামনে মহাসড়কের পাশে জনৈক ইয়ানুর রহমানের ভাড়া বাসায় স্ব-পরিবারের থাকতেন।

শফি মাহমুদ তালুকদার উজ্জল জানান, গত রোববার সারা দিন ওই ভাড়া বাসার নিচতলার মেইন গেটের ভিতর গ্যারেজে তার ব্যবহৃত ইয়ামাহা ফেজার মোটরসাইকেলটি ছিল।সে আদমদীঘি বাজারে তার ঔষধের দোকানে বেচাকেনা করার পর রাতে বাসার ২য় তলায় ঘুমিয়ে পড়েন।সকালে দেখেন বাসার মেইন গেটের ভিতরে তালার লক ভেঙে চোরচক্র গ্যারেজ থেকে বাসার মালিক ইয়ানুর ও আমার ইয়ামাহা ফেজার দুই মোটরসাইকেল নেই।পরে খোঁজা খুঁজির এক পর্যায়ে বাসার মালিকের মোটরসাইকেলটি হাসাপাতাল গেটের সামনে চোরচক্র ফেলে রেখে গেলেও তার ইয়ামাহা ফেজার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024