বাংলাদেশের সুনামধন‍্য আমদানীকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান হিসাবে ইউনিস্মাট হেলথকেয়ার লিমিটেড কোম্পানিকে বিজিএসএফকে এওয়ার্ড-২০২৪ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

ঢাকার প্রাণকেন্দ্রে সাম্প্রতিক সময়ে বিজিসিএফ অ্যাওয়ার্ড ২০২৪, পেনপেসিপিক হোটেল সোনারগাঁ অনুষ্ঠিত হয়েছে। ইউনিস্মার্ট হেলথকেয়ার লিমিটেড এর মেনেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন পটোয়ারী এবং চেয়ারম‍্যান সারাবান তাহুরা এই বিশেষ পুরুষ্কার সম্মাননা স্মারক গ্রহণ করেন।

এসময় বাংলাদেশের বিভিন্ন সেক্টরে (টিভি , অভিনয়, ক্রিয়া, জাদু, খেলাদুলা, সাহিত‍‍্য , সমাজ , শিল্পে ও ব‍্যবসা বানিজ‍্যে) কৃতিত্বের অবদান রাখার জন‍্য বিভিন্ন ব‍্যক্তি ও প্রতিষ্ঠানকে এই বিশেষ পুরুষ্কারে সম্মানিত করা হয়।

ইউনিস্মার্ট হেলথকেয়ার লিমিটেড বাংলাদেশের সর্ব বৃহৎ ও সেরা মেডিকেল ইকুইপমেন্ট আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান হিসাবে সুনাম অক্ষুণ্ণ রাখায়  ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান এই বিশেষ সম্মাননা পুরুষ্কারে ভূষিত হয়েছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ব্যারিস্টার মীর হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় যাদু শিল্পি জুয়েল আইচ, সঙ্গীত শিল্পি মনির খান, জনপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েব, মামুনুল হাসান ইমন,
নৃত্য শিল্পি ইভান শাহরীয়ার সোহাগ অন্তর সোভিজ এর চেয়ারম‍্যান-স্বপন চৌধুরী, চিত্রনায়ীকা অঞ্জনা রহমান, সিমরিন লুবাবা, দীঘি, রুনা খান , অপুবিশ্বাস, কুসুম শিকদার, অনিকা কবির শখ, পারসা ইভানা ও তমা মির্জা প্রমূখ।

ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন পটোয়ারী নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা পতিশ গ্রামের হাজী ফজলুল হক পাটোয়ারীর সূযোগ্য সন্তান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024