
রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদী থেকে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার।
সোমবার রাতে রাজবাড়ী জেলার পদ্মা নদী থেকে চাঁদাবাজ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইমরান মাহমুদ তুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাসেল রানা (২৪),মোঃ রফিকুল ইসলাম( ২২) ,মোঃ রুবেল ব্যাপারী(২৫), মোঃ বাদসা(২০),এবং মোঃ রবিউল সিকদার (৩৫)। সকলেই মানিকগঞ্জ জেলার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পদ্মা ও যমুনা নদীতে অভিযান পরিচালনা করে এবং ডাকাতি করার সময় বাল্কহেড থেকে ডাকাতদের গ্রেপ্তার করে।
এ সময় জব্দ করা নৌকা থেকে দুটি ঘাতক অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।