|
Date: 2022-08-12 18:48:05 |
• শামীম ওমর :
গত শুক্রবার, ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান -এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের প্রায় প্রত্যেকটি জেলা থেকে আগত শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো সহযোগিতায় পাশে ছিল ঢাকা কলেজস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ।
ঢাবি অধিভুক্ত কলেজগুলো হচ্ছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, বদরুন্নেসা সরকারি কলেজ,শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা কলেজস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি মাস্ক, খাবার পানি, কলম ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ থেকে শুরু করে তাদের মোবাইল ও ব্যাগ জমা রাখা এবং কেন্দ্রে পৌছাতে সার্বিক দিক নির্দেশনা দিয়ে পাশে ছিল শিক্ষার্থীবান্ধব এই সংগঠনটি।
নারায়নগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের এমন শিক্ষার্থীবান্ধব উদ্যোগের জন্য শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছে। দেশের অন্যান্য জেলার শিক্ষার্থীরাও তাদের জেলা পর্যায়ের পরিবার থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা পেয়ে উচ্ছ্বসিত ছিল।
উল্লেখ্য, সংগঠনটি ২০১১ সাল থেকে বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কাজ করে আসছে।
© Deshchitro 2024