কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ এক মাদক চোরাকারবারি কাম অটোরিকশা চালককে গ্রেফতার করেছে। বুধবার সন্ধায় ফুলবাড়ী- লালমনিরহাট  সড়কের হাসপাতাল পাড়া এলাকায় অটোরিকশা তল্লাশি করে ছিটের নিচে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিল সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক চোরাকারবারি কাম অটোরিকশা চালকের নাম হাবিবুর রহমান বাবু (২২)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকসি গ্রামের 
বজলে রহমানের ছেলে। 
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার আসামীকে আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024