তোমার প্রিয়সীকে ভালোবাসার আগে, আমি তোমাকে ভালোবেসেছি।
অথচ আমায় অমন করে ভালোবাসলেনা।

আমাকে ভালোবাসলে হয়তো পৃথিবীটা স্থবির হয়ে যেত,
তোমার ভেঙেচূড়ে যাওয়া আমাকে বড্ড আহত করে বারংবার
সেদিনও হাতদুটো ধরে বলতে ইচ্ছে হচ্ছিল খুব-
চূর্ণবিচূর্ণ তোমাকে গড়তে চাই।


কিন্তু একপাক্ষিকতায়
ইচ্ছে বলতে নেই কিছু
দূর থেকে সব সুন্দর,
না পাওয়া সব সুন্দর,
তবুও সবকিছুর মধ্যে কোথাও যেন হাহাকার।

আচমকা এসে কথা বলেছিলে-
তখনই দেখেছি সুপুরুষ একজন। বারংবার সুদর্শনের চেয়ে সুপুরুষের প্রেমে হারিয়ে যাই,
নেই কোনো অঙ্গীকার
তাই তো ভালোবেসে যাই।

ভানুসিংহের মতো উপহার দিতে পারি না কোনো গীতি,
তাই তো তোমায় দূর থেকে দেখে যাই, 
কেউবা বলেছে হৃদয়টা আমার পাষাণ, কী করবো সেখানে নেই তো কারো ঠাঁই।

অপেক্ষায় প্রহর বড্ড সুন্দর, জানি, কখনো আসবে না তবুও অপেক্ষা করে যাই।
নিভু নিভু প্রদীপের মতো একটুকু আশা - পৃথিবীর শেষ লগ্নে ধরতে দেবে তোমার হাত।



কাকলী আক্তার
শিক্ষার্থী, কবি নজরুল কলেজ
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024