|
Date: 2022-11-28 10:23:35 |
তিনটে ঘােড়া ডিম পেড়েছে
খবরখানা ছড়াই,
ডিম পেড়ে তাই তিনটে ঘোড়া
করতে থাকে বরাই।
এই ডিমেতে জন্ম নেবে
আজব ভুতের ছানা,
দেখতে এসে ভীড় করবে
করবে না কেউ মানা।
ভুতের ছানা তেতুল গাছে
থাকবে রাতের বেলা,
ভয় দেখাবে ছোট্ট শিশুর
করবে নানান খেলা।
তাইতো বলি ঘোড়ার ডিমে
কেউ দিও না হাত,
আসবে নেমে দিনের বেলায়
গভীর কালো রাত।
চিত্তরঞ্জন সাহা চিতু
কবি ও ছড়াকার।
বড় বাজার, চুয়াডাঙ্গা।
© Deshchitro 2024