|
Date: 2022-11-28 10:25:33 |
জড়িয়ে সুতো মারলো ছুড়ে
ঘুড়ছে লাটিম জোরে,
ইচ্ছেমতো লাটিম যেন
ঘোরে ভীষণ ঘোরে।
ঘুড়তে দেখে খোকা তখন
ভীষণ খুশি হয়,
ভাবটা যেন এই বয়সে
করলো জগৎ জয়।
ঘুড়ে ঘুড়ে লাটিম যখন
নিজের মতো থামে,
খোকার তখন দুঃখে যেন
সারাটা মুখ ঘামে।
ঘুড়লে লাটিম আনন্দতে
খোকার মনটা ভরে,
ঘুড়ছে লাটিম ঘুড়ুক আরও
ভীষণ ভীষণ জোরে।
চিত্তরঞ্জন সাহা চিতু
কবি ও ছড়াকার।
বড় বাজার, চুয়াডাঙ্গা।
© Deshchitro 2024