কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী থানার এস আই রাকিবের নেতৃত্বে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়ক মন্ডল এলাকার হাসেন আলীর(৪২) বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তল্লাশি করে মোটর সাইকেলের ট্যাংকের ভিতর বিশেষ কায়দায় রাখা অবস্থায় ২কেজি ৫শ গ্রাম গাঁজা ও ১৫০সিসি পালসার মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক হাসেন আলী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল বাঘমারা গ্রামের মৃত আব্দুল জব্বার আলীর ছেলে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।





প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024