সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা থেকে হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় গাবুরার চকবারা এলাকার স্থানীয় ইয়াছিন আলীর বাড়ি থেকে সাড়ে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ।


বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা জিয়াউর রহমানের নেতৃত্বে সি পি জির ৮ জন সদস্য নিয়ে অভিযান পরিচালনা করে হরিণের মাংস উদ্ধার করা হয়। বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা জিয়াউর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে গাবুরা চকবারা গ্রামের ছবেদ গাজীর ছেলে ইয়াছিন আলী গাজীর বাড়ির ফ্রিজ থেকে সাড়ে তিন কেজি মাংস উদ্ধার করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024