|
Date: 2024-12-27 08:45:24 |
দুরত্ব কখনো ভালোবাসা কমায় না। দুরত্ব বরং ভালোবাসা আরো বাড়ায়। আপনি যদি ভাবেন কারো সাথে দুরত্ব রখলে ভালোবাসে কমে যাবে অনুভূতি কমে যাবে তা ভুল। কাউকে সত্যি ভালোবাসলে কখনো দুরত্বে ভালোবাসা কমাতে পারেনা।
ভালোবাসা একটি চিরস্থায়ী অনুভুতি। যার কোন ব্যাখা বিশ্লেষন হয়না। কাউকে ভালোবাসলে এক আকাশ সমান ভালোবাসতে হয়। দুরত্ব রেখে ভালোবাসা মায়া কমানো যায়না।
মায়ার আসক্তি নেশার চেয়েও তীব্র। দুরত্বে মায়া কাটেনা কখনো। যদি দুরত্বে মায়া বা ভালোবাসা কমে যেত। তবে পৃথিবীতে ভালোবাসা নামক কিছুই থাকতনা।
দুরত্ব যত বাড়ে মায়া তত বাড়ে। দুরত্ব হলে মনে আরো তীব্র দেখার ইচ্ছা বাড়ে। যোগাযোগের ইচ্ছা বাড়ে। ভালোবাসার তীব্র আকাঙ্খা থাকে।
দুরত্ব কখনো ভালোবাসা বা মায়া কমাতে পারেনা। দুরত্ব যত বেড়ে যায় ভালোবাসাও তত বেড়ে যায়।
তাইতো দুরত্ব রেখে ভালোবাসা কমানো যায়না। ভালোবাসার ইচ্ছা থাকলে দুর থেকে আকাশ সমান ভালোবাসা যায়।
© Deshchitro 2024