|
Date: 2024-12-27 15:29:47 |
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
আজ শুক্রবার বেলা ১১ টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, এক আত্মীয়ের কুলখানিতে অংশ নিতে রাজধানীর জুরাইন থেকে মাদারীপুর যাচ্ছিলেন তারা। সিসি টিভি ফুটেজে দেখা যায়, এসময় টোল দিতে অপেক্ষারত অবস্থায় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি সামনে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা এক শিশু নিহত হয়।
দূর্ঘটনার পরপর সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই ৪ জনের মৃত্যু হয়। নিহতেরা হলেন কোলা ইউনিয়নের নন্দনকোনা নিবাসী নুরুল আমিন খাঁনের ছোট বোন আমেনা বেগম, তার দুই মেয়ে, তার নাতি সহ একই পরিবারের ৪ জন সহ অন্য এক মোটরসাইকেলের পেছনে বসা ১ শিশু যার বাড়ি মাদারিপুর।
ঢাকা-কুয়াকাটা রুটে চলাচলরত বেপারী পরিবহনের একটি বাস প্রথমে মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয় এবং প্রাইভেটকারটি ছিটকে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মুন্সিগঞ্জ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন মুন্সী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টি নিয়ে হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, "ধলেশ্বরী টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে পেছন দিকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। এতে সামনে থাকা আরেকটি মাইক্রোবাস ও মোটরসাইকেলে ধাক্কা লাগলে আরোহীরা গুরুতর আহত হন।"
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।'
© Deshchitro 2024