পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে পিরোজপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি হাছিবুর রহমানের লেখা ও এমডি রাহাত এর সুর ও কন্ঠে “যুদ্ধ হয়নি শেষ” দেশের গান এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জুলাই ২৪ এর আন্দোলনে শহীদদের স্মরণে উক্ত গানটিতে ভাষা আন্দোলন থেকে একাত্তর সবশেষ ২৪ এর গণঅভ্যর্থনের পরেও আমাদের এ প্রণের দেশটি ভিবিন্ন সময়ে দেশীয় এবং আন্তর্জাতিক আগ্রাসনের বিরুদ্ধে নব প্রজন্মকে উজ্জীবিত করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে গানের প্রথম প্রদর্শণীর উদ্বোধন করেন পিরোজপুর গণ পূর্ত বিভিগের প্রধান নির্বাহী প্রকৌশলী খায়রুজ্জামামন সবুজ, বিশেষ অতিথি ছিলেন, টগড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, ড. আব্দুল্লাহীর মাহমুদ, জেলা জাসাস এর সভাপতি, জাহিদুল ইসলাম, পিরোজপুর সংস্খৃতি কেন্দ্রের পরিচালক, সোহরাব হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, তানজীদ রশিদ বাপ্পী, পিরোজপুর সাহিত পরিষদের সভাপতি কবি দেলোয়ার হোসেন আলম এর সভাপতিত্তে উপস্থিতি ছিলেন বাবুই এর পরিচালক মেহেদী হাসান, বাবুই পাঠাগারের সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক, আলিফ আহম্মেদ রাজিব প্রমুখ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024