ঢাকা শহরের কোনো ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠানের নাম বলা হলে যে প্রতিষ্ঠানের নাম সবার আগে আসে সেটাই হচ্ছে ঢাকা কলেজ। ঢাকা কলেজের অবস্থান ঢাকার কেন্দ্রস্থল নিউমার্কেটের পাশে। ঢাকা কলেজের মেইনগেটে ক্লাশ শেষ হওয়ার পরে কিংবা বন্ধের দিন বহিরাগতরা নিউমার্কেট ঘুরতে এসে মোটরসাইকেল পার্ক করে রেখে যায়। কলেজের মেইনগেটের সামনের পুরোটা অংশ সেই মোটর সাইকেলগুলো দখল করে রাখে। ঢাকা কলেজের মেইনগেটের সামনের পুরো ফুটপাত হকাররা দখল করে রেখেছে। যার ফলে শিক্ষার্থীরা চলাচলে দূর্ভোগের শিকার হচ্ছে ও সময় অপচয় হচ্ছে। ঢাকা কলেজের মেইনগেটের সামনের বসার দুইদিকেই বহিরাগতরা এসে খাওয়া-দাওয়া ও আড্ডা জমাচ্ছে।ঢাকা কলেজ সকল বহিরাগত লোকদের গাড়িগুলোর নিরাপদ পার্কিং জোনে পরিণত হয়েছে।এসব নিয়ে কলেজ কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়না। কলেজের সুস্থ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত এসব বিষয়ে পদক্ষেপ নেয়া জরুরী। এছাড়াও কলেজের ভিতরের মুক্তমঞ্চের পাশের বিজয় চত্ত্বরেও বহিরাগতরা এসে নিয়মিত আড্ডা জমাচ্ছে। এসব সমস্যা সমাধানে কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নেয়া উচিত। মোঃমাহিন ভূঁইয়া সমাজবিজ্ঞান,ঢাকা কলেজ। মোবাইলঃ01643078920
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024