|
Date: 2022-11-28 12:44:27 |
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিকী বিপুলের পিতার ১৪তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
সোমবার(২৮ নভেম্বর) দুপুরে কেশবপুর শহরের নিজ বাসভবনে প্রয়াত পিতা শেখ আবু বক্কর সিদ্দিক বাবু এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহাদাত হোসেন, আল হাজ্ব রুহুল কুদ্দুস, মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ আল আমিন হুসাইন, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর, লিয়াকত হোসেন, ইউপি সদস্য আফজাল হোসেন ও লেওকত হোসেন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সাত্তার।
© Deshchitro 2024