চাটখিলে গত ২০ বছর ধরে পরিচালিত বহুল আলোচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম দাখিল মাদ্রাসা'র আয়োজনে বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর শহরে উপজেলা অডিটোরিয়ামে ২৮ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় মোঃ আবদুল্লাহ আল আজাদ'র এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক ভাইস চেয়ারম্যান ও দারুল আরকাম দাখিল মাদ্রাসা'র সভাপতি মাওলানা মহিউদ্দিন হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী কারামাতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ (অব) ড. মুহাম্মদ আমিনীল্লাহ। মাদরাসা সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা'র সুপারিন্টেন্ডেন্ট মাওলানা নুর হোসাইন রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি মাওলানা মনিরুজ্জামান, পরিচালনা কমিটির সহসভাপতি মাওলানা ওমর ফারুক, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, চাটখিল মেডিনোভা হাসপাতালে পরিচালক নুরুল উল্লাহ নয়ন, সমাজসেবক মাওলানা আকতার হোসাইন, পরিচালনা কমিটির সদস্য মাওলানা শামছুল আলম, মাওলানা রহমত উল্যা, মাওলানা রাকিব উদ্দিন, ছাত্রদের মধ্যে ইংরেজিতে বক্তব্য রাখেন মাহমুদ আল ফাহাদ শাফিন ও আরবীতে বক্তব্য  রাখেন, কামরুন নেসা খানম মহুয়া।

প্রতিষ্ঠান প্রধান মাওলানা নুর হোসাইন রিয়াজ ফলাফল ঘোষণা ও মেধাভিত্তিক পুরস্কার ঘোষণা করা হয়। উপস্থিত আমন্ত্রিত অতিথিরা মেধা অধিকারীদের পুরস্কার তুলে দেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024