শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২১টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস ও একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও একজনকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ভোগাই নদীর ইজারার শর্ত ভঙ্গ করে নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ী। এমন সংবাদে শুক্রবার দিনব্যাপী ওই নদীর নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের বাইন্নাপাড়া, বান্দের বাজার, হাতীপাগাড়, ভাংগা, ডাক্তারঘোপ ও কালাকুমা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীতীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালুমহাল ও  মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুসারে শ্যালো ইঞ্জিন চালিত ২১টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। একইসাথে ঘাকপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের পুত্র আরশাদ আলীকে (৩৮) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসাথে নয়াবিল গ্রামের গোলাপ হোসেনের পুত্র জাহাঙ্গীর আলমকে (৪৫) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৩২টি বালু উত্তোলনের স্থাপনা, মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।’

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024