
সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ালো সুনামগঞ্জ ৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম। শুক্রবার(২৭ডিসেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফেজ ও উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শহীদুর রহমান, উপজেলা জমিয়তের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজ সাদিকুর রহমান সৈয়দ তালহা আলম এর নির্দেশে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের খুঁজ খবর নেন এবং তাদের তিন পরিবার কে সৈয়দ তালহা আলম এর পক্ষ থেকে সালাম জানান। তারা বলেন তিনি প্রত্যাক ক্ষতি গ্রস্থ পরিবারকে ১০হাজার করে নগদ টাকা সহায়তা দেবেন বলে আশ্বস্ত করেছেন। দুই এক দিনের ভিতরে তিনি নিজে এসে পরিবারের হাতে এ টাকা তুলে দেবেন। উল্লেখ্য শুক্রবার সকালে আসামমুড়া গ্রামে মোঃফয়জুর রহমানের বসত ঘর থেকে পল্লী বিদ্যুৎতের তাড় থেকে আগুন ছড়িয়ে ভস্মীভূত হয়ে যায় বাড়ি। আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মনোবল ও সাহস যোগোতে তাদের পাশে দাঁড়ালেন জমিয়েতের মনোনীত এই প্রার্থী।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের হাবিজুর রহমান,মোঃফয়জুর রহমান, তারা জানান ঘটনা ঘটার পর কেউ আমাদেরকে এভাবে সাহায্য করতে এগিয়ে আসেনি। এভাবে কেউ এগিয়ে আসবে আমরা ভাবতেও পারিনি, আমরা তাদের দীর্ঘায়ূ কামনা করি বলে জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এইচ,এম,নাছির উপজেলা যুব জমিয়ত নেতা জাকারিয়া আদনান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।