চট্টগ্রাম ইপিজেড  নয়াহাট এলাকায়   শিশু আয়াত  হত্যার অভিযুক্ত আবিরকে আরও সাত দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। 

   সোমবার ( ২৮ নভেম্বর )চট্টগ্রাম  অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালত এ আদেশ দেন। 

  অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। তিনি  জানান, আবিরকে জিজ্ঞাসাবাদে দুদিন রিমান্ড শেষে পিবিআই আরও দশ দিন রিমান্ড আবেদন করেছে। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


এর আগে শনিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ১০ দিনের রিমান্ড আবেদনে দুদিনের রিমান্ড দেন চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালত।


এদিন পিবিআইয়ের গাড়িতে করে  সোমবার  সকাল ১১টার দিকে আবির কে আদালত ভবনের নিচে আনলেও গাড়ি থেকে নামানো যায়নি দীর্ঘ দেড় ঘণ্টা। শিশু আয়াতকে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠে সাধারণ মানুষ। এ সময় ক্ষুব্ধ জনতা স্লোগান তোলেন, আবিরের ফাঁসি চাই। আবার অনেকে জনসম্মুখে তাকে ফাঁসি দেওয়ার দাবিও তুলেন।


এ সময় পুলিশ ক্ষুব্ধ জনতার রোষাণল থেকে আসামি আবিরকে রক্ষার চেষ্টা অব্যাহত রাখেন। মাইকিং করে ক্ষুব্ধ জনতাকে সরে যেতে অনুরোধ করার পরেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারছিল না পুলিশ। প্রায় দেড় ঘণ্টা গাড়িতেই রাখতে হয় আবিরকে।


উল্লেখ্য   গত ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। পরদিন এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজের ডায়েরি করেন তার বাবা সোহেল রানা। পরে পিবিআই এ ঘটনায় তদন্তে নেমে আবিরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে।  জিজ্ঞাসাবাদে আবির হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। বৃহস্পতিবার রাতে  তাকে আটক করে পিবিআই। অভিযুক্ত  আবির আলী (১৯) নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার ভাড়াটিয়া বাসিন্দা আজহারুল ইসলামের ছেলে। তাদের বাড়ি রংপুর জেলায় বলে জানা যায়। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023