|
Date: 2024-12-29 11:06:19 |
সাতক্ষীরায় জুলাই-আগস্ট বিপ্লবে দৃষ্টিশক্তি হারানো শাহীন হোসেনের পুনর্বাসনে সহায়তা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৯ ডিসেম্বর রবিবার বিজিবি-৩৩ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সহায়তা তুলে দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।এরআগে গত ৫ আগস্ট সাতক্ষীরা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের ছোড়া গুলিতে আহত হয়ে দৃষ্টি শক্তি হারান শাহীন হোসেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার শাজাহান আলী সানার ছেলে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলো শাহীন হোসেন। তাকে নগদ ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট আরও ৩ জনকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিজিবি।
বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দৃষ্টিশক্তি হারানো শাহীন হোসেন বলেন, গত ৫ আগস্ট সাতক্ষীরা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গুলিতে গুরুতর ভাবে আহত হই। এতে আমার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। যার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়। তবে বিজিবি যে সহায়তা করেছে সেটা আমার পুর্নবাসনের ক্ষেত্রে কাজে আসবে।
© Deshchitro 2024