|
Date: 2024-12-29 11:18:18 |
উপকুলীয় অঞ্চলের জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম ব্যবস্থাপনা, আবহওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার এবং ইউনিয়ন পরিষদ সমুহের স্ট্যান্ডিং কমিটিসমুহ সক্রিয়করণে সাতক্ষীরায় জেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।
বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স এর ব্লু ইকোনোমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আয়োজনে ২৯ ডিসেম্বর রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।
ব্রেকিং দ্য সাইলেন্স এর পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচি) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সহকারী কমিশনার প্রণয় বিশ্বাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলাম।
সংলাপে জানানো হয়, ব্লু ইকোনোমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পটি সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলা, খুলনা জেলার কয়রা এবং কক্সবাজার জেলার চকরিয়া ও মহেশখালী উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি উপকুলীয় এলাকার জনগোষ্ঠি বিশেষ করে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা বৃদ্ধি, জেন্ডার ন্যায্যতা, বাস্তুতন্ত্র ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পূনরুদ্ধারে সহায়তা এবং তাদের অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
© Deshchitro 2024