সাতক্ষীরা সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১০টার সময় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাতক্ষীরা সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাক্তার ফরহাদ জামিল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারান চন্দ্র মন্ডল, উপজেলা সমাজ সেবা অফিসার শরিফুল ইসলাম, আগরদাড়ি ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন মিলন, শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী, বিজিপির বৈকারি ক্যাম্প কমান্ডার বদরুল আলম, সাংবাদিক আবু সাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ার বাপ্পিসহ বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এনজিও সুশীল সমাজ এর ব্যাক্তিবর্গ।


মাসিক সভায় মাদক প্রতিরোধ, আইন শৃঙ্খলা ও মানুষের সার্বিক নিরাপত্তা দেওয়াসহ চোরাচালান বন্ধ, নারী শিশু নির্যাতন বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024