সুনামগঞ্জে দোয়ারাবাজারে মাদকসহ ব্যবসায়ী আটক 

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বোগলাবাজার থেকে ৯০ বোতল(অফিসার চয়েজ) বিদেশী মদসহ  এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 

 (২৭ নভেম্বর) রবিবার সন্ধ্যায় র‌্যাব-৯  এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে  আটক করে।  সে  দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের    অলিউর রহমানের ছেলে নজরুল ইসলাম(৩২)

 দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)   দেবদুলাল ধর ঘটনার   সত্যতা নিশ্চিত করে জানান    মাদক কারবারি নজরুল   এর নামে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024