মে মাসের ১ম সপ্তাহে হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা। এই সপ্তাহেই ভর্তি সংক্রান্ত  বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।


অধ্যাপক মো. নুরুল ইসলাম বলেন, চলতি সপ্তাহের মধ্যেই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সবার চাহিদার উপর ভিত্তি করে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি ভর্তি পরীক্ষার। গত সপ্তাহে এ বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে এবার কিছু বিষয়ের আমরা পরিবর্তন নিয়ে এসেছি। 
সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা যেমন বিজ্ঞান বিভাগে পড়লেও মানবিকে কিংবা ব্যবসায় অনুষদে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারে, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়েও এবার সেরকম সুযোগ থাকছে। একটা নির্দিষ্ট আসনে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে ভর্তির সুযোগ পাবে। 

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়ও এগিয়ে আসবে বলে জানিয়েছেন উপ উপাচার্য। তিনি বলেন, এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি। তবে আমাদের ভাবনা রয়েছে গুচ্ছের আগে পরীক্ষা নিয়ে ভর্তির কার্যক্রম শুরু করার। মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। এটা গুচ্ছ পরীক্ষার আগে হতে পারে।

ভর্তি পরীক্ষা কোথায় হবে জানতে চাইলে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক মো. নুরুল ইসলাম বলেন, ৬৪টি জেলা শহরেই অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীদের যাতে কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। তারা নিজেদের জেলা শহরে এসেই পরীক্ষায় অংশ নিতে পারবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024