বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠনে কাজে গঠিত জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে কক্সবাজারের কুতুবদিয়া  উপজেলায় ৭৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার (২৯ডিসেম্বর ২০২৪) জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রিয়  আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেন।

ঘোষিত কমিটির ৭৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে আছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্র প্রতিনিধি আবু রাসেল রবিন।তিনি বলেন,পুরো কমিটিতে ছাত্র, ডাক্তার , ইন্জিনিয়ার, ব্যবসায়ীসহ  বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা আছেন। যারা সামনের দিনে একটি নতুন বাংলাদেশ বন্দোবস্তের জন্য কাজ করবেন। বৈষম্যমুক্ত রাষ্ট্র ও নাগরিকের তার প্রাপ্য অধিকার আদায়  এবং রাষ্ট্র পুনর্গঠনের কাজে অংশ নিবে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ সাধনে সোচ্চার থাকবে।

এছাড়া তিনি আরোও বলেন,নাগরিকদের জন্য রাজনৈতিক বন্দোবস্ত, ন্যায্য অধিকার আদায়, সমাজে বিদ্যমান বৈষম্য নিরসন, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরন, পর্যটন উদ্যোগ গ্রহন এবং লবন সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবে এই কমিটি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানের নেতাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা করে জাতীয় নাগরিক কমিটি।সেই লক্ষ্যে ঢাকাসহ সারা দেশে সংগঠনকে সুসংহত করছে তারা। ইতিমধ্যে দেশের প্রায়  থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে। গণ-অভ্যুত্থানের অন্যতম এই শক্তি।এদিকে আত্মপ্রকাশের শুরু থেকেই তারুণ্যকে প্রাধান্য দিয়ে আসছে জাতীয় নাগরিক কমিটি। দেশ পুনর্গঠনে তারুণ্যনির্ভর  প্রক্রিয়া হিসেবে তরুণ নেতৃত্বের সমন্বয়ে কমিটিগুলো করা হচ্ছে।  এসব কমিটিতে শিক্ষক, আইনজীবী, লেখক, চিকিৎসক ও প্রকৌশলীরা যুক্ত হচ্ছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024