লালমনিরহাটের পাটগ্রাম পৌর ১নং ওয়ার্ডের বাসিন্দা আশরাফ আলীর ৩০ শতক জমির তামাক আবদ রাতের অন্ধকারে উপরে ফেলছে  দুর্বৃত্তরা। প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। আজ (৩০ডিসেম্বর) বিকেলে তামাক চাষের জমিতে এ সংবাদ সম্মেলন করেন। সরেজমিনে দেখা গেছে, নষ্ট হওয়া তামাক আবাদ দেখতে জড়ো হয়েছেন এলাকাবাসীরা। তাদের মধ্যে মমিনুর রহমান জানান, তামাক আবাদ ভালো হয়েছিল কিন্তু পাশের গ্রামের আশরাফ আলীর আপন ভগ্নিপতি আশরাফ সিদ্দিকী ও তার ছেলে তুহিনের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলেছে আশরাফ আলীর। গভীর রাতে তামাকের আবাদ নষ্ট করা হয়েছে বলে অনুমান করছে আশরাফ আলীর পরিবার।  পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রধান জানান, আবদ নষ্ট করার খবর পেয়ে আমি দেখতে এসেছি। নিঃসন্দেহে যারা এ ধরনের ঘৃণিত কাজ করেছে তাদের শাস্তি দাবি করছি। এ বিষয়ে আশরাফ সিদ্দিকী জানান,আমি এ বিষয়ে কিছুই জানি না,তারা যদি বলে তা হলে ওগুলো সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024