
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
সোমবার(৩০ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমতাজুল ইসলাম আবেদ। এসময় তিনি আগামী দুই বছরের জন্য রায়েজ নূর আহমদকে সভাপতি ও মামুন আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন৷
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাফিজ শামীম আহমদ সহ-সভাপতি, মাসুম আহমদ সহ-সভাপতি, মোঃ তহুর আলম সহ-সেক্রেটারী।
মোঃ মুস্তাকিম মির্জা সাংগঠনিক সম্পাদক, মোঃ সুহেল মিয়া কোষাধ্যক্ষ। তানবির আহমদ সুমন ট্রেড ইউনিয়ন সম্পাদক, আতিকুর রহমান রুয়েব প্রচার সম্পাদক, জাকির হোসেন সহ-প্রচার সম্পাদক, আনোয়ার হোসেন পাঠাগার ও প্রকাশনা সম্পাদক, মোঃ রহমান উদ্দিন কৃষি ও মৎস্য বিভাগ।
মোঃ মকসুদুল হাসান পরিবহন সম্পাদক,মোঃ মিলাদ আহমদ সহ-পরিবহন সম্পাদক, জাহিদ হাসান স্বাস্থ্য সম্পাদক।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমির হাফিজ আবু খালেদ, সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসাইন ও সহকারী সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ৷