ণিরামপুরের আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মজিদের সহধর্মিনী রেবেকা সুলতানা (৫৫) ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহি.. রাজেউন)। তিনি প্রায় ১৪ বছর উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

রোববার রাত সাড়ে ৮ টার দিকে হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে যশারে ২শ’ ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। মত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহিদুল ইসলাম অদির মা।

পারিবারিক সূত্রে জানাগেছে, এদিন সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে যশার ২শ’ ৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানই তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে মারা যান।

সোমবার যোহরবাদ মণিরামপুর আলিয়া মাদ্রাসা মাঠে মাছনা মাদ্রাসা মুহতামিম মুফতি ইয়াহিয়া’র পরিচালনায় অনুষ্ঠিত নামাজে জানাযা শেষে পৌরসভার মোহনপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024